ফরহাদ মজহার ‘অপহৃত’: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
তখন ভোর ৫টা। রাজধানীর শ্যামলীর রিং রোডের বাসার গেটের কাছে ছিলেন একাধিক নিরাপত্তাকর্মী। নিজেরা কথা বলছিলেন। এরই একপর্যায়ে সিঁড়ি দিয়ে নেমে আসেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। তাঁকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন এক নিরাপত্তাকর্মী।
ফরহাদ মজহারের বাসার গেটে লাগানো সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়ে। তাঁর স্বজনদের দাবি, তিনি সকাল থেকে নিখোঁজ এবং তিনি অপহরণের শিকার হয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরে ফরহাদ মজহার সিঁড়ি থেকে নেমে গেটের দিকে এগিয়ে আসছেন। তিনি একাই ছিলেন। তাঁকে গেটের দিকে যেতে দেখে এক নিরাপত্তাকর্মী এগিয়ে আসেন। সম্ভবত তিনি গেট খুলে দেওয়ার জন্য এগিয়ে যান।
ফরহাদ মজহার কেন এত ভোরে বাসা থেকে বের হয়েছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাঁর বন্ধু গৌতম দাস জানান, ফরহাদ মজহার রাত ৩ থেকে ৪টার দিকে ঘুম থেকে ওঠেন। এরপর তিনি বিভিন্ন পড়াশোনা ও লেখালেখির কাজ করেন। কিন্তু কেন তিনি আজ এত সকালে বাসা থেকে বের হয়েছিলেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি গৌতম দাস।
বাড়ির দু-একজন নিরাপত্তারক্ষী ফরহাদ মজহারকে বাসা থেকে বের হতে দেখেছেন বলে জানান তাঁর আরেক বন্ধু মোস্তাইন জহির। কিন্তু তাঁকে কেউ নিয়ে গেছে কি না সেটি তাঁরা দেখেননি।