আদালতে জবানবন্দি দিচ্ছেন ফরহাদ মজহার
‘অপহরণের’ বিষয়ে আদালতে জবানবন্দি দিচ্ছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার পর থেকে ঢাকার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে ফরহাদের জবানবন্দি শুরু হয়।
এর আগে বিকেল পৌনে ৩টায় আদাবর থানা পুলিশ ফরহাদ মজহারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে।
গত সোমবার রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর আজ সকালে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয় তাঁকে।
এর আগে গতকাল সোমবার বিকেলে ফরহাদ মজহারের বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানান, সোমবার ভোর ৫টার দিকে রিং রোডের ১ নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে।
এর আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন। এর পর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম।