ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডন যেতে ‘বাধা’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে যুক্তরাজ্যে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এ অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনার বড় ছেলে লন্ডনের ইউনিভার্সিটি অব কিংসটন থেকে এ বছর গ্র্যাজুয়েশন শেষ করেছেন। গ্র্যাজুয়েশন সমাপ্তির অনুষ্ঠানে যোগ দিতেই তাহসিনা রুশদির লন্ডন যাচ্ছিলেন। আজ সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাহসিনা রুশদিরকে আটকে দেন বলে জানান শায়রুল কবীর খান।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁরা নিখোঁজ।