ইসির রোডম্যাপ চূড়ান্ত, প্রথম সংলাপ সুশীল সমাজের সঙ্গে
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে রাজনৈতিকদলগুলোর সঙ্গে তিন মাসব্যাপী সংলাপ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে রোববার রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী ৩১ জুলাই প্রথমে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ জুলাই এটি বই আকারে প্রকাশ করা হবে।
সংলাপের বিষয়ে সচিব বলেন, ‘৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও সিইসি স্যার সেদিন বিকেলে বিদেশ থেকে দেশে ফিরবেন। তাই সেই তারিখটি পরিবর্তন করা হয়েছে। এটি সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকটি ৩১ তারিখ বিকেল ৩টা থেকে শুরু হবে। এ ছাড়া গণমাধ্যমেরর প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে থেকে সংলাপ শুরু করা হবে জানতে চাইলে আবদুল্লাহ বলেন, নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংলাপ করা হবে।
সীমানা পুনর্নির্ধারণ ও আইন সংস্কারে দুজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।