মিরপুরে কলেজছাত্রীকে গলা কেটে হত্যা
রাজধানীর মিরপুর থেকে আমেনা আক্তার রেশমা (১৮) নামের এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেশমা মিরপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশন পরিচালিত বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইঞা উপজেলায়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় রেশমার সৎ বাবা আলমগীর মিয়া ও মা মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, দুপুরে মিরপুর ২ নম্বর সেকশনের চ-ব্লকের রাইনখোলার ২৬৫/২৬৬ নম্বর বাড়ি থেকে পুলিশ রেশমার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। যে বাসায় রেশমা খুন হয়েছেন সেই বাসায় তিনি তাঁর মা ও সৎ বাবার সঙ্গে থাকতেন।
মরিয়মকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, আজ সকালে রেশমা ও আলমগীরকে ঘরে রেখে মরিয়ম বাইরে যান। বেলা ১০টায় ফিরে এসে দেখেন শোবার ঘরে রক্তের বন্যা আর মেয়ে রেশমার গলা কাটা লাশ।
নিহতের পারিবারিক সূত্র উল্লেখ করে বার্তাসংস্থা ইউএনবি জানায়, রেশমা ও তাঁর মায়ের মধ্যে মিরপুর ২ নম্বর সেকশনে অবস্থিত ফ্ল্যাটের মালিকানা নিয়ে ঝামেলা চলছিল। কয়েকদিন ধরেই মরিয়ম ও তাঁর দ্বিতীয় স্বামী আলমগীরকে ফ্ল্যাটের মালিকানা লিখে দিতে রেশমাকে চাপ দিচ্ছিলেন তিনি।