চলছে দ্বিতীয় দিনের আগাম টিকেট বিক্রি
দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ১৪ জুলাই মঙ্গলবারের টিকেট। প্রথম দিনের চেয়ে আজ স্টেশনে ভিড় বেশি লক্ষ করা গেছে।
urgentPhoto
এ ছাড়া ১১ জুলাই ১৫ জুলাইয়ের টিকেট, ১২ জুলাই ১৬ জুলাইয়ের টিকেট এবং সর্বশেষ ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকেট। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনের কাউন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এ টিকেট বিক্রি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে টিকেট পেতে আগের দিনের মতোই রাত থেকে অপেক্ষা করছেন ঘরমুখো মানুষ। কেউ কেউ আবার আগের দিন ইফতার করে এসেই লাইনে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। তবে প্রতিবারের মতো এবারো টিকিটপ্রত্যাশীরা সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে টিকেট কাউন্টার খোলার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।
এবারে ঈদের এ সময়টাতে প্রতিদিনই প্রায় ৫০ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতও তারা। সে সঙ্গে টিকেট কালোবাজারি ঠেকাতে অন্যবারের মতো এবারও থাকবে কর্তৃপক্ষের কড়া নজরদারি।
সে সঙ্গে ট্রেনের শিডিউল ঠিক রাখতে ও ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী।
এদিকে, আজ থেকে শুরু হয়েছে বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি। তবে বিআরটিসি বাস ডিপোগুলোতে সকাল থেকে তেমন কোনো ভিড় দেখা যায়নি। ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিন থেকে প্রতি ঘণ্টায় যাত্রীদের চাহিদা অনুযায়ী বিআরটিসি বাসের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।