হয়রানি করা হলে মাউশির ডিজি বা মন্ত্রীকে সরাসরি জানান : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিওভুক্ত শিক্ষকরা দুর্নীতি বা হয়রানির শিকার হলে তা মাউশির মহাপরিচালক বা তাঁকে সরাসরি জানানোর জন্য ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সার্বিক কর্মকাণ্ড নিয়ে আজ রোববার এক দিকনির্দেশনামূলক সভায় মন্ত্রী এ আহ্বান জানান। তিনি কাজের মান আরো উন্নত করার নির্দেশ দিয়ে মানুষের কাছে ভালো ভাবমূর্তি তৈরি করতেও মাউশির কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।
শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। অধিদপ্তরের বিভিন্ন শাখার প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, মাউশির কর্মকাণ্ডে অনেক সাফল্য রয়েছে। এ কাজগুলোকে এগিয়ে নিতে হবে। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। মাউশির কর্মকাণ্ড আরো গতিশীল করতে হবে। কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। সততা ও নিষ্ঠা প্রমাণ করতে হবে। কর্মকর্তাদের দক্ষতা আরো বাড়াতে হবে এবং এই দক্ষতা কাজে লাগাতে হবে। তিনি মনিটরিং কার্যক্রম আরো জোরদার করারও জন্য নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, সৃজনশীল দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে হবে। প্রকল্প বাস্তবায়ন এবং সেবা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে। প্রকল্প পরিচালকদের কাজ রিভিউ করে প্রকল্পগুলোতে যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী বলেন, সমস্যা ও ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নিতে হবে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, সেবাগ্রহীতাদের আরো সহজে কীভাবে সেবা দেওয়া যায় সে বিষয়টি ভাবতে হবে। আইটির যুগে অনেক কিছু করার সুযোগ আছে। কম সময়ে সেবা প্রদান করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের প্রভু না ভেবে জনগণের সেবক ভাবতে হবে।