যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন
স্ত্রীর করা যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, গতকাল রোববার সানির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সানি চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। তাই সময় আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সানির জামিন অন্তবর্তীকালীন থাকায় তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগ গঠন করেন।
এম জুয়েল আহমেদ বলেন, আজ সানি নিজেই স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
গত ২৩ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সানির বিরুদ্ধে মামলাটি করেন স্ত্রী নাসরিন সুলতানা। পরে গত ৫ এপ্রিল সানি আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। কিন্তু সানির পরিবার বিয়ে মেনে নেয়নি। পরে সানি নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।