জাকাত ট্র্যাজেডি দুর্ঘটনা : রওশন এরশাদ
ময়মনসিংহ শহরে জাকাতের কাপড় নিতে এসে নারী-শিশুসহ ২৭ জনের প্রাণহানির ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি এ দুঃখজনক ঘটনার শিকার হতাহতদের পরিবারের পুনর্বাসনের কথাও বলেন।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রওশন এরশাদ।
গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোড এলাকায় নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে জাকাতের কাপড় নিতে এসে ২৭ নারী-শিশু নিহত হয়। আহত হয় শতাধিক। এ ঘটনার জন্য স্থানীয়রা অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। ঘটনার পরপরই বাড়ির মালিক শামীম তালুকদারসহ আটজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাকাত প্রদান কিংবা যে কোনো জনসমাবেশের আগে পুলিশের অনুমতি লাগবে বলে গতকালই জানিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ঘটনা তদন্তে দুটি কমিটিও গঠন করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেছে। অজান্তেই ঘটে গেছে। ইচ্ছা করে কেউ এটা ঘটায়নি। অজান্তেই ঘটে গেছে। এখন প্রশাসন আছে, ওনারা দেখবেন। আসলে তো এটা ইচ্ছাকৃতভাবে হয় না।’
‘এ ধরনের ঘটনা অনেক সময় অনেক ক্ষেত্রে শোনা যায়। এই ধরনের ঘটনা তো আপনারাও নিশ্চয়ই শুনেছেন। যাই হোক, প্রশাসনের ওনারা দেখতেছেন, ওনারা চেষ্টা করছেন। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। এটা অন্তত দুঃখজনক ঘটনা।’
‘সরকারের অনুদার দেওয়ার দরকার থাকলে অবশ্যই দেবে। আমরা সবাই মিলে চেষ্টা করব তাদেরকে পুনর্বাসন করার জন্য।’ যোগ করেন বিরোধীদলীয় নেতা।
এ সময় জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।