আবার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে : রিজভী
সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মিলে আবার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) যোগদানের পর থেকেই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘ইসি ও সরকারের যৌথ প্রযোজনায় একতরফা ও নীলনকশার নির্বাচনের দিকে তারা এগুচ্ছে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মনে।’
বিএনপি নেতা বলেন, ‘সিইসি হিসেবে যোগদানের পর তিনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। নির্বাচন কমিশনের পদোন্নতি, রদবদলে সিইসি একক সিদ্ধান্ত নিয়েছেন, যা সম্পূর্ণভাবে নির্বাচনী আইনবহির্ভূত। এদিকে গতকাল নির্বাচনে আওয়ামী লীগের এক ঘনিষ্ঠ আমলাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার, তাঁরও বাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের। সুতরাং এখানে তো সংশয় দেখা দেবেই।’