সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন : শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সাত দফা দাবির বিষয়ে উপাচার্য দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নাহিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীসহ তাঁর অফিসের কর্মকর্তা, সচিব, আমিও ছিলাম আমরা আলাপ করে ঠিক করেছি এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সঙ্গে কথা বলা হবে, কথা এরই মধ্যে বলা হয়েছে; আবার বলা হবে। যাতে দ্রুত এর সমাধানে পৌঁছানো যায়।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা খুবই দুঃখিত যে আমাদের একজন শিক্ষার্থীর চোখ নষ্ট হয়েছে। আমাদের কর্মকর্তারা তাঁর খোঁজখবর নিচ্ছেন।’
শিক্ষামন্ত্রী আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই আগ্রহী হয়ে সাতটি কলেজকে অধিভুক্ত করেছেন। পরীক্ষার তারিখ ঘোষণাসহ শিক্ষার্থীদের দাবি পূরণে উপাচার্য উদ্যোগ নেবেন।
গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় সাত দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। এ সময় গ্যাসের শেল তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের দুই চোখে আঘাত করে।
সিদ্দিকুর বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।