প্রধানমন্ত্রীর উদ্বেগ, সিদ্দিকুরকে বিদেশে পাঠানো হবে
পুলিশের টিয়ারশেলের আঘাতে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে সাতটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। এ সময় পুলিশের ছোড়া টিয়ারশেল সিদ্দিকুর রহমানের চোখে লাগে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার ক্ষীণ আশা আছে।
সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর এখন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর আগে গতকাল রোববার তাঁকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর সাতটি কলেজ। এগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ওই সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, দ্রুত সেশনজট নিরসন, পরীক্ষা গ্রহণ, পর্যাপ্ত ক্লাস নিশ্চিতকরণ ও সাতটি কলেজের জন্য পৃথক ওয়েবসাইট চালু করার দাবিতে শাহবাগে আন্দোলন করেছিলেন তাঁরা।