সহায়ক সরকারে বিশ্বাস করে না জাতীয় পার্টি : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তাঁর দল সহায়ক সরকার বিশ্বাস করে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
আজ সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল হাইস্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এরশাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘নির্বাচনের এখনো ১৮ মাস বাকি আছে। ৩০০ আসনেই আমাদের প্রার্থী আছে, হয়তো দেওয়াও হয়েছে। সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব, কোনো সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার আমাদের পক্ষে ছিল না, অবিচার করেছে আমাদের ওপরে। এটা বিশ্বাস করি না আমরা, সংবিধানের মাধ্যমে নির্বাচন হবে।’
অনুষ্ঠানে দলের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রশংসা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সেলিম ওসমান…এখন উনি মোটা নাই। এখন মোটা নাই উনি আর, আছেন মোটা? কারণ, মানুষকে ভালোবেসে, উনি আমার কথা কান দিয়ে বিশ্বাস করে ওনার ওজনটা কমিয়েছেন। এত সুন্দর বক্তব্য রেখেছেন, আমি নিজেও মুগ্ধ হয়েছি। …আপনারা সবাই দোয়া করেন সেলিম ওসমান যেন বারবার এমপি হয়ে আসেন, সেলিম ওসমান যেন বারবার নির্বাচনে আসেন। সেলিম ওসমান যেন মানুষের উপকার করতে পারে যতদিন বেঁচে আছেন। আমরা তাঁর দীর্ঘ জীবন কামনা করি, আল্লাহ হায়াত দারাজ করুক, অনেক অনেক বছর বেঁচে থাকুক, আল্লাহর কাছে দোয়া করুন। আসেন দোয়া করেন সেলিম ওসমানের জন্য, আল্লাহ যেন তাঁকে দীর্ঘ হায়াত দান করেন।’
জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহেরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অনেকেই।