আপনার এজলাসে বসে এ কথা বলার দরকার হয় না : আইনমন্ত্রী
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রসঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এজলাসে তো আপনার এ কথা বলার দরকার নেই। শৃঙ্খলাবিধির ক্ষেত্রে দেশের মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
আজ সোমবার রাজধানীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘ডিসিপ্লিনারি রুল দিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ওঠে না। আপনার এজলাসে বসে একথা বলার তো দরকার হয় না, আলাপ-আলোচনা তো আমি করবই। দেশের মানুষের উপকার যতটুকু হয়, আমরা ততটুকু করবই। এর মধ্যে আমরা কোনো আপস করব না। কিন্তু সেই উপকার দেশের মানুষের হতে হবে, অন্য কারো না।’
আইনমন্ত্রী বলেন, ‘আমি একটা ড্রাফ্ট পাঠিয়েছি, আপনারা কারেকশন করে দিয়েছেন। আমরা সেটার ওপরে সেইটুকুই হাত লাগিয়েছি, যেইখানে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা ১১৬ অনুচ্ছেদ দ্বারা যেটা দেওয়া হয়েছে সেইটা। আমি শুধু বলেছি, না এটা দেওয়া যাবে না। লোক পাঠিয়েছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথাটা বলতে চাচ্ছি, আমি তো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট তাঁদের কথা বলি নাই।’
সমাবেশে আনিসুল হক আরো বলেন, বঙ্গবন্ধুর দেওয়া বাহাত্তরের সংবিধান ফিরিয়ে এনেছে সরকার, যতটুকু বাকি আছে তাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আগামীতে আওয়ামী লীগের কঠিন সময় আসছে। শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত না হলে বিপথে পরিচালিত হবে দেশ।
সভায় আইনজীবী নেতারা বলেন, দলের আইনজীবীদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে বিজয়ী হওয়া যাবে।