মুক্তামনির বায়োপসি সম্পন্ন
বিরল রোগে আক্রান্ত মুক্তামনির বায়োপসি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ৮টায় শুরু হয় সকাল ১০টার দিকে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অপারেশন শেষে বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের অপারেশন সফলভাবে শেষ হয়েছে। বায়োপসি করতে টিস্যু নেওয়া হয়েছে। এখন আমরা এগুলো পরীক্ষা করতে পাঠাব।
‘ভালো আছে মুক্তা। তাকে নীবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে’, যোগ করেন সামন্ত লাল।
বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম বলেন, সফলতার সঙ্গে আমরা টিস্যু সংগ্রহ করতে পেরেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। বায়োপসি রিপোর্ট আসার পর আগামী সোমবার মেডিকেল বোর্ড আবার মুক্তামনির চিকিৎসার পরবর্তী ধাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এর আগে সকাল ৮টায় মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় বাইয়ে দাঁড়িয়ে ছিল তার পরিবারের লোকজন। ওটিতে যাওয়ার সময় মুক্তামনি বলে, ‘আমার জন্য দোয়া করবেন সবাই।’
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অপারেশনে অংশ নেন।