রাজন হত্যা মর্মান্তিক, মানবতাবিরোধী : শিক্ষামন্ত্রী
সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনের হত্যাকে মর্মান্তিক ও মানবতাবিরোধী বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার মন্ত্রীর আঞ্চলিক গণমাধ্যম সমন্বয়কারী আব্বাছ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী রাজন হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, রাজন হত্যার বিষয়ে মন্ত্রী টেলিফোনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজনের পরিবারের খোঁজখবর নেন। এ ছাড়া তিনি সিলেটের জেলা প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথা বলে এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী রাজনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।
গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চোর সন্দেহে রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় হয়।