১ ফেব্রুয়ারি থেকে নতুন খাদ্য আইন কার্যকর
আসছে ১ ফেব্রুয়ারি থেকে দেশে নিরাপদ খাদ্য আইন কার্যকর হবে। পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯ রহিত করে এই আইন কার্যকর করা হচ্ছে। এ জন্য ৩১ জানুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, একটি অধ্যাদেশের অধীনে অর্ডিন্যান্স বাতিল হবে এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ কার্যকর হবে। নিরাপদ খাদ্য-সংক্রান্ত আগের মামলাগুলোর অনিষ্পন্ন কার্যক্রম এবং আপিল আগের অধ্যাদেশ অনুযায়ী চলবে। ওই অধ্যাদেশের অধীনে পিওর ফুড কোর্ট বর্তমান আইনের অধীনে বিশুদ্ধ খাদ্য আদালত হিসেবে কাজ করবে।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেওয়া ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আরো বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এ আইনকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান আইনে ২৩টি পৃথক কারণে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ৪ থেকে ২০ লাখ অর্থদণ্ডের বিধান করা হয়েছে।