‘অসুস্থ হয়ে যান, জামিন পাবেন’
বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত অধ্যায় ওয়ান-ইলেভেন বা এক-এগারোর সময়ে বিচার অঙ্গনে ঘটে যাওয়া ‘মজার’ ঘটনা তুলে ধরলেন বিশিষ্ট আইনজীবী সানাউল্লাহ মিয়া। তাঁর মতে, তখন পরিস্থিতি এমন ছিল যে, কোনো বিচারক জামিন দেওয়ার সাহস পাচ্ছিলেন না।
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানাউল্লাহ মিয়া এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারটি ‘ওয়ান-ইলেভেনের সময়ও এতটা হয়নি’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
ওই সময় গ্রেপ্তার হওয়া শীর্ষস্থানীয় নেতাদের জামিন ও আদালতের পরিবেশ নিয়ে সানাউল্লাহ মিয়া বলেন, ‘এক-এগারোর সময় আদালতে দেখেছি, কামাল আহমেদ মজুমদার (বর্তমান সংসদ সদস্য), লোটাস কামাল (পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল) অসুস্থ হলেন। তখন অন্য নেতাদের শিখিয়ে দেওয়া হয়েছিল, তাঁরাও যেন অসুস্থ হয়ে যান, তাহলে জামিন পাবেন। পরে তাঁরা হাইকোর্ট থেকে জামিন পেলেন।’
‘তখন পরিস্থিতি এমন ছিল যে, কোনো বিচারক জামিন দেওয়ার সাহস পাচ্ছিলেন না। পরে বিচারপতি শাহ আবু নাঈম মো. মমিনুর রহমান ও বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার জামিন দেওয়া শুরু করলেন। পরে একে একে সবাই জামিন পেতে শুরু করলেন। হাইকোর্ট থেকে একে একে সবাই জামিন পেলেন,’ বলেন সানাউল্লাহ মিয়া।
বিশিষ্ট এই আইনজীবী আরো বলেন, ‘এখন আমরা সে মুক্তি আর আগের মতো পাচ্ছি না। এখন বেশির ভাগই বিচারপতির কাজেই আইন মন্ত্রণালয় হস্তক্ষেপ করে। আজকে পুরো বিচার বিভাগ জিম্মি হয়ে গেছে।’
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিএনপির আইনবিষয়ক সম্পাদক। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন তিনি।