‘জামিন যদি পেতে চাও সানাউল্লাহ মিয়ার কাছে যাও’
চলচ্চিত্রের নাম ‘স্বাধীনতা’। সেখানে অভিনেতা আহমেদ শরীফ এক সংলাপে বলেন, ‘জামিন যদি পেতে চাও, আইনজীবী সানাউল্লাহ মিয়ার কাছে যাও।’
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ খ্যাতি সম্পর্কে জানাতে গিয়ে সানাউল্লাহ এ কথা জানান। সাক্ষাৎকারটি ‘ওয়ান-ইলেভেনের সময়ও এতটা হয়নি’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
৩২ বছর ধরে আইনপেশায় আছেন সানাউল্লাহ মিয়া। আদালতপাড়ায় এখন তিনি বেশ পরিচিত।
পেশাগত জীবনে ২০ হাজারের বেশি মামলার শুনানিতে বিনামূল্যে অংশ নিয়েছেন সানাউল্লাহ মিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাদের মামলা পরিচালনা করেন। বর্তমানে তিনি বিএনপির আইনবিষয়ক সম্পাদক।
এ পেশায় সানাউল্লাহ এখন বেশ পরিচিত মুখ। বিষয়টি কীভাবে দেখেন—জানতে চাইলে সানাউল্লাহ মিয়া ‘স্বাধীনতা’ চলচ্চিত্রে আহমেদ শরীফের সংলাপের কথা স্মরণ করেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘ওই সিনেমা মুক্তির পর দেখি সারা দেশে, শহরে, গ্রামে-গঞ্জে, ছোট-বড় সবার মুখে মুখে এই সংলাপ। এমনভাবেই সারা দেশে আমার নাম ছড়িয়ে পড়ে, এখন একনামে সারা দেশের মানুষ আমাকে চেনেন। এখন আমি নিম্ন আদালত ও হাইকোর্টে ফৌজদারি মামলা লড়ি। তবে দেওয়ানি মামলাও আমি ভালো বুঝি।’