রাজন হত্যা : দুলাল ও নূর হেফাজতে
সিলেটে শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি দুলাল আহমদ ও নূর আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে (রিমান্ডে) পেয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক এ হেফাজত মঞ্জুর করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান,এ দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চাওয়া হয়। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিদের মধ্যে নূর আহমদ সৌদিপ্রবাসী কামরুলের মোবাইল ফোন দিয়ে এ নৃশংস নির্যাতনের ছবি ধারণ করে এবং দুলাল আহমদ কামরুলের অন্যতম সহযোগী। তাঁরা শিশু রাজন আটকের পর থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাস্থলে থেকে এ নির্যাতনে অংশ নেন।
অন্যদিকে এসএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদারকে রাজন হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।