সামাজিক ব্যবসা গ্রামে ছড়িয়ে দিতে আহ্বান ড. ইউনূসের
মানুষের জীবনমান উন্নয়ন ও সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা চালু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। উদ্যোগটি বাংলাদেশের গ্রাম পর্যায়ে বিস্তৃত করে বেকার সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ধারণাটির প্রবর্তক শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ইউনূস সুহৃদ আয়োজিত সমাবেশ সামাজিক ব্যবসা শীর্ষক বক্তৃতা দেন ড. মুহাম্মদ ইউনূস। সংগঠনের সভাপতি প্রফেসর মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ফারুক ই আজম বীর প্রতীক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, জার্মানিসহ বিশ্বের বেশ কটি বড় দেশ তার প্রবর্তিত সামাজিক ব্যবসায় ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে বেকারত্ব নিরসনে সামাজিক ব্যবসা গ্রামীণ পর্যায়ে বিস্তৃত করার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।