যোগ্যতা হারিয়েছেন এস কে সিনহা : হাছান মাহমুদ
প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের পর্যবেক্ষণে সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক ড. হাছান মাহমুদ। আর এর মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহা প্রধানবিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন বলেও মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের সংবিধানে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সুতরাং কোনো মামলার রায়ের পর্যবেক্ষণে যখন এর ব্যত্যয় ঘটে তখন সেটি সুস্পষ্ট ভাবে সংবিধান লঙ্ঘন করে। অর্থাৎ প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে সংবিধান লঙ্ঘন করেছেন।
কোনো বিচারপতি যখন সংবিধান লঙ্ঘন করেন, শপথ ভঙ্গ করেন তখন তিনি বিচারপতি থাকার যোগ্যতা হারান বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, মাননীয় প্রধান বিচারপতি এখন বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন।
অন্যের ওপর ভর করে এবং অন্যের ইস্যু ধার নিয়ে বিএনপি রাজনীতি করছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি কিছুক্ষণ তেল গ্যাস রক্ষা নিয়ে রাজনীতি, কিছুক্ষণ ফরহাদ মজহারকে নিয়ে রাজনীতি, এখন ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে রাজনীতি। অর্থাৎ নিজেদের কোনো রাজনীতি নেই। অন্যের ওপর ভর করে অন্যের ইস্যু ধার করে তারা রাজনীতি করছে।
বন্যার্তদের সাহায্যের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিপদ রয়েছে, সেটি হচ্ছে বন্যা। আমি আমার দলের প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করবে, আহ্বান জানাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যাঁর যা সমার্থ্য রয়েছে সেটি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করুন।’
জেএমবি ও নব্য জেএমবি জঙ্গিগোষ্ঠী জামায়াতের নেতাকর্মী দ্বারা সৃষ্ট দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘৩২ নম্বরের বাড়ির মাত্র ৩০০ মিটার দূরে যে জঙ্গি নিজেই বোমা ফাটিয়ে নিজেকে উড়িয়ে দিলেন, সে ইসলামী ছাত্র শিবির করত। তার বাবাও জামাতের বড় নেতা। সুতরাং তারা যে জেএমবি বা নব্য জেএমবি নাম নিয়ে বিএনপির সঙ্গে যুক্ত নয় সেটি ভাবার কারণ নেই। নব্য জেএমবি বলেন আর জেএমবি বলেন তারা সব জামাতের নেতা কর্মীদের দ্বারা সৃষ্টি। খোলস পালটিয়ে জামাত-শিবিরের নেতাকর্মীরা জেএমবি নব্য জেএমবি হয়েছে। আর এদের পৃষ্ঠপোষকতা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।’
সম্প্রতি রাজধানীর জঙ্গি হামলার ষড়যন্ত্র ও ষোড়শ সংশোধনী বাতিলের রায় একই সূত্রে গাঁথা বলেও দাবি করেন হাছান মাহমুদ।
জিন্নাত আলী খান জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, রাশেদুল ইসলাম রাসেল, শাহাদাৎ হোসেন টয়েল প্রমুখ।