রাজনের খুনিরা জানোয়ার : অর্থমন্ত্রী
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনকে যারা খুন করেছে, তারা জানোয়ার। এদের জানোয়ার হিসেবে আচরণ করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে শিশু রাজনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা দেন অর্থমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজনের খুনিদের বিচারের পাশাপাশি ঘটনাস্থল সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার মানুষেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন।
পরিদর্শনের সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, মকসুদ আহমদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ।
অর্থমন্ত্রী এ সময় রাজনের ভাইয়ের পড়াশোনার জন্য জেলা পরিষদের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া আরো টাকা সংগ্রহ করে একটা তহবিল গঠনের নির্দেশ দেন তিনি।
রাজনের ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় আওয়ামী লীগের যেসব নেতা জড়িত ছিলেন, তাঁদের বিচার করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে আবুল মাল আবদুল মুহিত বলেনম ‘অবশ্যই তাদেরও বিচার হবে।’