ইমরান এইচ সরকারের ওপর ‘আবার হামলা’
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবার হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় এনটিভি অনলাইনের সঙ্গে কথোপকথনের সময় ইমরান জানান, শাহবাগে গতকালের মতো আজও সারা দেশের বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করতে যান গণজাগরণ মঞ্চের কর্মীরা। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় ফিরে আসার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা হয়।
ইমরান এইচ সরকার অভিযোগ করে বলেন, ‘আমরা ফিরছিলাম। হঠাৎ চারপাশ থেকে ২০ থেকে ২৫ জন ব্যক্তি এসে গতকালের মতোই লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়।’ হামলায় গণজাগরণ মঞ্চের সাত-আটজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এনটিভি অনলাইনকে ইমরান এইচ সরকার আরো জানান, হামলার পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাঁরা। ইমরান বলেন, ‘সরকারি হাসপাতালে গিয়ে যে চিকিৎসা নেব, সেই অবস্থাও রাখেনি তারা (হামলাকারীরা)। ফলে বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।’
হামলাকারী কারা- এই প্রশ্নের জবাবে ইমরান জানান, ‘তারা সব একই লোক। সেই আদালতে হামলা, গতকালের হামলা আর আজকের পিজির সামনে হামলা সবই একসূত্রে গাঁথা। ল এনফোর্সমেন্ট (আইনশৃঙ্খলা রক্ষাকারী) বাহিনী সবই জানে, দেখে। কিন্তু কিছু করা হচ্ছে না।’
আজ সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসেও একই কথা জানান তিনি। ফেসবুকে ইমরান লেখেন, ‘শাহবাগ থেকে ফেরার পথে পিজি হাসপাতালের সামনে আবার হামলা। মুখ বন্ধ করেই ছাড়বে। এই দেশে থাকতে হলে কথা বলা যাবে না, এটাই পরিষ্কার বার্তা।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ওপর পচা ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।