ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের মন্ত্রণালয় থাকবে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আবারও ক্ষমতায় এলে ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের অধিকার নিশ্চিত করা হবে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ রোববার হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের শুভেচ্ছা জানাতে জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, তার দল ক্ষমতায় এলে সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ৩০ শতাংশ আসন রাখা হবে এবং তাদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হবে।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন তার দল সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী। ধর্মীয় সংখ্যালঘুদের আর যেন মাতৃভূমি ছেড়ে যেতে না হয়, তা নিশ্চিত করতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের অনেক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।