মানুষ পরিবর্তন চায় : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মানুষ পরিবর্তন চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই একক ভাবে নির্বাচন করবে। এজন্য দলকে সংগঠিত করা হচ্ছে।’
আজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ডিগ্রি কলেজে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এইচ এম এরশাদ এসব কথা বলেন।
এইচ এম এরশাদ জানান, জাতীয় পার্টির অবস্থা অতীতের চেয়ে অনেক ভালো। তিনি বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ। প্রার্থী ঠিক করা হয়েছে।’
বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।
এ সময় নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনটি ইউনিয়নের এক হাজার বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, আলু ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন এইচ এম এরশাদ।
গত ১৭ আগস্ট জামালপুরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এইচ এম এরশাদ। সেখানে তিনি বলেন, ‘এখন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে। অন্য কেউ না।’