বিকৃত মানসিকতার কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে : নাছির
চট্টগ্রাম ও সিটি মেয়র সম্পর্কে বিকৃত, মানসিক ভারসাম্যহীন কিছু লোক অপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তাঁর চুল পরিমাণ অনিয়মের তথ্য কেউ দিতে পারবে না বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ভারতের সহকারী হাইকমিশনারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের দায়িত্ব, ক্ষমতা, এখতিয়ার, করণীয় সম্পর্কে নগরবাসীর মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে। আবার এর পাশেও তো আমাদের দেশে কিছু অপরাজনীতিও আছে। যৌক্তিক-অযৌক্তিক কারণে একজনকে হেয়প্রতিপন্ন করা, ঘায়েল করার বিকৃত মানসিকতাও অনেকের মধ্যে কাজ করে। যার কারণে এগুলো না বললে অনেক সময়, গোয়েবলসের একটা থিওরি আছে মিথ্যাকে বারবার বলতে থাকুন এটা একসময় জনগণ সত্যি হিসেবে গ্রহণ করবে। আমি মনে করি এটিই আমাদের দেশে খুব কার্যকরভাবে প্রয়োগ করার চেষ্টা করা হয়।’
নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন ও অঙ্গীকার পূরণে আন্তরিকভাবে চেষ্টা করছেন জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে শহরকে পরিষ্কার, দূষণমুক্ত ও আলোকিত করা হবে। বলে জানান তিনি।
অনুষ্ঠানে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার অনারারি কনস্যুলার ওলেগ পি বয়কো, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহামুদ হাসনী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
এ সময় ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ভারতে যাওয়া ও ভিসাপ্রাপ্তি সহজ করতে নানা উদ্যোগ নিয়েছেন তাঁরা। তবে ভিসা অফিসের আশপাশে থাকা দালালদের বেশি বিশ্বাস করার কারণে ভিসাপ্রত্যাশীদের সমস্যা বাড়ছে বলে মনে করেন তিনি। ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স ও বর্তমান ঠিকানা সঠিকভাবে প্রদানের পরামর্শ দেন তিনি।
এর আগে বিদায়ী এ কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।