৩৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে : মেয়র
ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য ৩৬ ঘণ্টার মধ্যে অপসারণ করা কবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এজন্য পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মেয়র এ কথা বলেন।
সাঈদ বলেন, নাগরকিদের পশুর বর্জ্য নির্ধারিত ব্যাগে সংরক্ষণ করে তা পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে নির্ধারিত স্থানে প্রেরণ করতে হবে। এজন্য বিনামূল্যে ব্যাগ সব বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। যারা বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘বঙ্গবন্ধু ও সম্ভাবনার বাংলাদেশ-প্রেক্ষিত পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ।
আলোচনায় সাঈদ খোকন আরো বলেন, এ বছর রাজধানীর সব এলাকায় ৩৬ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে নগরীকে পরিচ্ছন্ন করে নাগরিকদের জন্য দূষণমুক্ত পরিবেশ করার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে চিকুনগুনিয়া রোগের জন্য যে হেল্প লাইনের ফোন নম্বর ব্যবহার করা হয় একই নাম্বারটি (০৯৬১১০০০-৯৯৯) ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনায় কাজে ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মেয়র আরো বলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে যাতে নির্ধারিত স্থানে পশু কোরবানির ব্যবস্থা করবেন।