‘২৪ ঘণ্টায় রাজধানীর কোরবানির বর্জ্য পরিষ্কার হবে’
ঈদুল আজহায় রাজধানীর কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার দুপুরে গুলিস্তানের নগরভবনে আয়োজিত কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘দুপুর ২টার সময় আমরা এই পরিচ্ছন্নতার কাজ শুরু করব। ইনশাল্লাহ ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নগরবাসীকে একটা পরিচ্ছন্ন শহর উপহার দেব।’
মেয়র খোকন আরো বলেন, ‘দুই সিটি করপোরেশন এলাকায় বর্জ্য অপসারণে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। এ ছাড়া নগরীতে পশু কোরবানির জন্য মোট এক হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব স্থানে কোরবানি দেওয়ার জন্য ইমাম ও কসাইরা উপস্থিত থাকবেন।’
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দুই সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহের জন্য নগরবাসীদের মধ্যে সাত লাখ বর্জ্য ব্যাগ বিতরণ করা হচ্ছে।