প্রধান বিচারপতিকে নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ : দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ এখন প্রধান বিচারপতিকে নিয়ে দুশ্চিন্তায় আছে। কখন যে প্রধান বিচারপতি এদের অবৈধ ঘোষণা করে। অবৈধ ঘোষণা করলে ১৫৪ জন এমপির (সংসদ সদস্য) কী হবে?
আজ বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুলু এসব কথা বলেন।
বিএনপি নেতা আরো বলেন, বন্যার্তদের জন্য বরাদ্দ করা সরকারি অনুদান শুধু আওয়ামী লীগ পাবে। আওয়ামী লীগ ছাড়া সাধারণ কোনো মানুষ, গরিব মানুষ পাবে না। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ করলেই ত্রাণ পাওয়া যাবে। তা ছাড়া ত্রাণ পাওয়া যাবে না।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রধান বিচারপতিসহ বিচারপতিরা যদি এ দেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী আবারও তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচনের ক্ষমতা ফেরত দেন তাহলে আওয়ামী লীগের কী হবে? তাহলে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। আওয়ামী লীগ জরিপ করে দেখেছে সারা দেশে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০/৩৫টা সিট পাবে আর বাকিটা পাবে বিএনপি। এ দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে।
জেলা বিএনপির সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক মো. আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিত হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও চণ্ডীপুর মাঠসহ তিনটি স্থানে দুই হাজার ২০০ মানুষের মধ্যে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন দুলু।