ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
সারা দেশে ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, এবারের ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রত্যন্ত অঞ্চলের ঈদ জামাতেও বিশেষ নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোল প্লাজায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক জানান, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই ঈদ উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদের ছুটিতে ফাঁকা নগরীর নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আইজিপি জানান, আবাসিক এলাকাগুলোতে বাড়ির মালিক ও পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাঁরা এসব মেনে চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই।
যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে এ কে এম শহীদুল হক বলেন, ঈদের সময় যানজট, রাস্তায় ভোগান্তির যে আশঙ্কা করা হয়েছিল এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘কোথাও কোনো ট্রাফিক যানজট নাই। যাত্রীরা কোথাও যে আটকে পড়ে আছেন সে রকম দৃশ্যও আমরা দেখছি না। শুধু এই ঢাকা-চিটাগং রোড না, ঢাকা-টাঙ্গাইল রোড বলেন, ঢাকা- খুলনা, ঢাকা-সিলেট বা ঢাকা-আরিচা কোথাও কোনো যানজট নাই। স্মুথলি সব জায়গায় চলছে। আর নিরাপত্তাও ভালো আছে। আমরা কোনো ছিনতাই, ডাকাতি এগুলি শুনি নাই বা গরুর গাড়ি থামিয়ে কেউ কোনো চাঁদাবাজি করে এ ধরনের অভিযোগও আমরা পাই নাই। আমরা সবাই অত্যন্ত তৎপর ছিলাম। এবং সবার প্রচেষ্টায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা দেখছি যে নিরাপত্তা, পরিবহন চলাচল সব সন্তোষজনক অবস্থায় আছে।’
পরে আইজিপি শহীদুল হক মেঘনাঘাট টোল প্লাজার আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা ও যানজট পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।