কামরুলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
সিলেটে শিশু রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। কামরুল এ মুহূর্তে সৌদি আরবের পুলিশ হেফাজতে রয়েছেন।
ইন্টারপোলের কর্মকর্তা মাহবুবুর রহমান আজ বুধবার ফোনে বাসসকে বলেন, ‘সৌদি আরবের পুলিশ হেফাজতে থাকা কামরুলকে ফিরিয়ে নিতে বাংলাদেশ ইন্টারপোলকে রেড নোটিশ জারি করতে অনুরোধ করেছে।’ তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষও ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে ফেরত পাঠাতে আগ্রহী।’
তবে আজ বুধবার পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় কামরুলকে ফিরিয়ে আনার বিষয়ে অফিস খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন এই ইন্টারপোল কর্মকর্তা।
এদিকে, প্রসিকিউশনের উদ্দেশে বাংলাদেশের বিচার বিভাগ কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছে বলে ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া কামরুলকে শনাক্ত করার জন্য তাঁর নাম, জন্মতারিখ, জন্মস্থান, জাতীয়তাসহ আরো নানা তথ্য প্রকাশ করেছে ইন্টারপোল।
এর আগে সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগে কয়েকজন বাংলাদেশি অভিবাসীর সহায়তায় জেদ্দা থেকে কামরুলকে গ্রেপ্তার করে সৌদি আরবের পুলিশ।
গত ৮ জুলাই সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় রাজনকে। শিশুটিকে নির্যাতনের ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। ২৮ মিনিটের সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। এই হত্যা মামলায় এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।