চতুর্থবারের মতো পেছাল কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন
চতুর্থবারের মতো পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ। সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত না হওয়ায় এ তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ৩ আগস্ট অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। সেই সঙ্গে সেদিন সব আসামিকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গৌছ এবং হরকাতুল জিহাদ (হুজি) সদস্য হাফিজ নাঈম আরিফ, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু ও দেলোয়ার হোসেন রিপনসহ ১৩ আসামিকে হাজির করা হয়।
এর আগে ২১ জুন এবং ৬ ও ১৪ জুলাই এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। তবে তখনো আরিফ-বাবরসহ বেশ কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকার কারণে অভিযোগ গঠন সম্ভব হয়নি।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান, আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি। যে কারণে অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানান, আলোচিত এই হত্যা মামলায় এই নিয়ে চতুর্থবারের মতো অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে। সব আসামির উপস্থিতিতে আগামী ৩ আগস্ট মামলার অভিযোগ গঠন করা হবে।
এদিকে অভিযোগ গঠনে বিলম্ব দ্রুত বিচারে প্রভাব ফেলবে না জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ও দায়রা আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, অভিযোগ গঠনের পর ৯০ দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। পরে আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।