শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে শুয়ে শিক্ষকদের প্রতিবাদ
যশোর শহরে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সার্কিট হাউসে ফেরার পথে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের দাবিতে দুপুর ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কয়েকশ শিক্ষক-কর্মচারী মন্ত্রীর গাড়িবহরের সামনে শুয়ে পড়েন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় ২৫ মিনিট এভাবে থাকার পর গাড়ি থেকে নেমে বিক্ষোভরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়টি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন।
‘সুতরাং আপনারা দয়া করে শান্ত হোন। আপনাদের কথা আমরা শুনছি। এটাও গিয়ে আমরা বলব এবং আমরা অন্যভাবে বলব। অর্থমন্ত্রীকে বলব যে, আপনাকে সালাম জানাইছেন আর খুশি হইছেন যে, আপনি কমিটি কইরা দিছেন। তাড়াতাড়ি বাস্তবায়ন করতে বলছে। তাই না?’, শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী যশোর উপশহর মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।