রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ভৈরবে মাদ্রাসাশিক্ষকদের বিক্ষোভ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মাদ্রাসাশিক্ষকরা। স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদ্রাসা ইউনিটের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মাদ্রাসার কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশ নেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাতে হাত রেখে শিক্ষকরা মানবতার পক্ষে এবং মিয়ানমারের সরকার, সেনাবাহিনী ও শান্তিতে নোবেল পাওয়া দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দেশটির মুসলিম নাগরিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব নেতাদের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধন শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদ্রাসা ইউনিটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন প্রভাষক হাবিবুর রহমান, আবদুর রউফ, মোস্তাফিজুর রহমান, কাজী জাফর হোসেন, নাছির উদ্দিন, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা কে এম তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ, ভৈরব শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।