প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘পূজামণ্ডপের সংখ্যা কমিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান, না মানলে হত্যার হুমকি’ শিরোনামে গত ১৯ সেপ্টেম্বর রাতে এনটিভি অনলাইনে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
প্রতিবাদপত্রে রফিকুল ইসলাম দাবি করেন, ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অসাধু লোকের যোগসাজশে এলাকার সংখ্যালঘু পরিবারদের পুঁজি করে ওই সংবাদটি মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার যে ছবিটি ছাপা হয়েছে, তা বিকৃত করে ছাপানো হয়েছে। যাহা সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ। সমাজ ও ব্যবসায়ী মহলে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদটি প্রকাশ করা হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য
ঘটনাটির বিষয়ে মন্ত্রণালয়ে দেওয়া লিখিত অভিযোগের কপি পাওয়ার পর স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে কায়েতপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা বিভিন্নজনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে প্রতিবাদপত্রে কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।
গত ১৭ সেপ্টেম্বর নাওড়া পূর্বপাড়া রায়বাড়ী সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কৃষ্ণ রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ভারতীয় দূতাবাসের কাছে লিখিত অভিযোগ করেন। তার একটি কপি এনটিভি অনলাইনের হাতে রয়েছে। এ ছাড়া ওই এলাকার নাওড়া পূর্বপাড়া রায়বাড়ী সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কৃষ্ণ রায় ও সেক্রেটারি কাজল কুমার রায় এ বিষয়ে এনটিভি অনলাইনের কাছে অভিযোগ করে বক্তব্য প্রদান করেছেন। আর সে বক্তব্যের অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে। এই নিউজটি প্রকাশ করার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং স্থানীয় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সঙ্গেও কথা বলা হয়েছে।
আর অভিযোগের বিষয়ে জানতে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ব্যবহার করা মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি।
রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। সেই সংবাদ ও ছবি অনেক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আর নিউজে রফিকুল ইসলামের একটি সংগৃহীত ছবি অবিকৃতভাবে ব্যবহার করা হয়। ছবিটির মান ভালো ছিল না। পরে যখন ভালো ছবি পাওয়া যায়, তখন নিউজের ছবিটিও পরিবর্তন করা হয়।
এ ছাড়া সংবাদটিতে আমাদের নিজেদের কোনো বক্তব্য নেই। আমাদের সংবাদটি যথাযথ নিয়ম মেনেই হয়েছে।