রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারের : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, যথাযথ সুরক্ষা না দেওয়ায় মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারকে নিতে হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নোমান এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ এই আলোচনা সভার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ইয়ুথ ফোরামের সভাপতি মঈনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালক ছিলেন সাইদুর রহমান।
আলোচনায় দেওয়া বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, বাংলাদেশ এই মুহূর্তে ত্রিমুখী সমস্যার সম্মুখীন। মিয়ানমারে মানবিক বিপর্যয়, ১০ লাখ রোহিঙ্গাকে লালনের সমস্যা এবং এর ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদি। এতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে এবং নিরাপত্তা পরিষদে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো বক্তব্যই দেয়নি। সে জন্য রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
নোমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি প্রথমে জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এটাকে বিদ্রুপ করে বলেছে, বিএনপির সাথে কোনো আলোচনা নয়। আওয়ামী লীগের সাথে আলোচনার জন্য ঐক্যবদ্ধ হওয়া আসল নয়, জাতির স্বার্থে ঐক্য চেয়েছে বিএনপি। আওয়ামী লীগ আসুক বা না আসুক, প্রথমে তারা রোহিঙ্গা সমস্যাকে হালকা করে দেখেছে। এখানে বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব ধন্যবাদ পাওয়ার যোগ্য।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখানোর জন্য। সরকার চায়নি, সরকার নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। আমরা বলিষ্ঠভাবে বলতে চাই, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। পশুকে যে অবস্থায় রাখা হয়, তার চেয়েও অধম অবস্থায় রোহিঙ্গারা রয়েছে।’