প্রধান বিচারপতি দেশবাসীর দোয়া চেয়েছেন, সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘তাঁর শরীরের খোঁজখবর নেওয়ার জন্য বাসভবনে গিয়েছি। প্রধান বিচারপতি বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।’
আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী। সাক্ষাৎ শেষে ৪টা ৪০ মিনিটে বের আসেন।
এর আগে দুপুর ২টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তাঁকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সে সময়ই অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে যাবেন বলে জানিয়েছিলেন তিনি।
ওই সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে সব ধরনের সহযোগিতা করবে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে আইন মন্ত্রণালয়। আমি দায়িত্বে থাকা অবস্থায় এর আগেও দুজন বিচারপতিকে সব ধরনের সহযোগিতা করেছি। নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রতিও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেখা তো করতে যেতেই পারি। সেটা কি কাউকে বলে যাব নাকি?’
গত সোমবার ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে ৩ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর ওই দিন দুপুর সোয়া ২টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণ সভা অনুষ্ঠিত হয়।