শিক্ষক নিয়োগে স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে
শিক্ষক নিয়োগের বিষয়টি রাজনীতি ও দলীয়করণের প্রভাবমুক্ত রাখতে সরকার সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে। এ প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। এতে শিক্ষক নিয়োগের বিষয়টি স্থানীয় পর্যায়ের রাজনৈতিক প্রভাবের বলয় থেকে মুক্ত থাকবে।
তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসকদের বলেছি- প্রশিক্ষণ কার্যক্রম, ডিজিটাল শিক্ষা কার্যক্রম উন্নত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টা আছে। সারা দেশে শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমকে যেন গুরুত্ব দেওয়া হয়- সে পরামর্শ দিয়েছি জেলা প্রশাসকদের। প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেলেই কেউ আদর্শ মানুষ হবে না।’
মতবিনিময় সভায় বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম আয়োজনের জন্য উপজেলা পর্যায়ে পৃথক ভবন নির্মাণের প্রস্তাব করেন জেলা প্রশাসকরা। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণের বিষয়টি সরকারের নীতি, অর্থ ও ভূমির বিষয় জড়িত। কাজেই বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার।’
সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।