রাজনের বাবাকে আইনি সহায়তার আশ্বাস আসকের
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার বিচারে তার বাবাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
দুই সদস্যের আসকের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় রাজন হত্যার ঘটনাস্থল সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও পরিদর্শন করে এবং বাদেআলী গ্রামে রাজনদের বাড়িতে যায়। তাঁরা রাজনের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলে ছিলেন আসকের মেডিয়েশন ও র্যাপিড রেসপন্স ইউনিটের জ্যেষ্ঠ স্টাফ আইনজীবী নাহিদ শামস ও জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা অনির্বাণ সাহা।
এদিকে, শিশু রাজনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করে এ দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সিলেট বিভাগ গণদাবি ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ আখলাক আহমদ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, আছমা বেগম, শামীম হাসান চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান জমির উদ্দিন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মাসুদুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম বকুল, এম এ জলিল, শরিফুল হুদা চৌধুরী, ওয়াহিদুর রহমান, নেপাল চন্দ্র চন্দ, মলয় চক্রবর্তী, জান্নাতুন জাহানারা বেগম, লাইলী বেগম প্রমুখ।