সাকার মৃত্যুদণ্ড বহালে হতাশ পরিবার ও আইনজীবীরা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখায় হতাশা প্রকাশ করেছে আসামিপক্ষ পরিবার ও আইনজীবীরা। আজ বুধবার সকালে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সাকার মৃত্যুদণ্ড বহাল রাখেন।
এ বিষয়ে বিএনপি নেতার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘রায়ে আমরা হতাশ। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করব। তিনি ওই এলাকা থেকে বারবার সংসদ নির্বাচিত হয়েছেন, পাকিস্তানি বাহিনীর সদস্য হয়ে হামলা করাটা অবিশ্বাস্য। (মুক্তিযুদ্ধের সময়) তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সে বিষয়ে আমরা নথিপত্র উপস্থাপন করেছি আদালতে। আদালত বিচার-বিশ্লেষণ করে শুধু একটি অভিযোগ থেকে খালাস দিয়েছেন। বাকি আটটি অভিযোগ বহাল রেখেছেন।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তিনি এসব কথা বলেন।
আদালতে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফায়াজ কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। এ বিষয়ে হুম্মাম বলেছেন, ‘রায়ে আমরা হতাশ। সত্য একদিন উদঘাটন হবে।’
সালাউদ্দিন কাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চারটি অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।