অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানবন্দরে প্রধান বিচারপতি
অস্ট্রেলিয়ার উদ্দেশে বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।
রাত ১১টা ৫৫টা মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন সুরেন্দ্র কুমার সিনহা। সঙ্গে স্ত্রী সুষমা সিনহা রয়েছেন।
এর আগে রাজধানীর হেয়ার রোডের বাসভবন থেকে বের হন তিনি। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, যথাসময়ে তিনি দেশে ফিরে আসবেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব ও অতিরিক্ত জেলা জজ মো. আনিসুর রহমান জানান, প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তাঁর মেয়ে সূচনা সিনহার কাছে থাকবেন।
গত ১০ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে অবস্থানের জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দেন। এতে তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকার কথা উল্লেখ করেন।