মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত, আশঙ্কা চিকিৎসকের
রক্তনালির টিউমার নিয়ে চিকিৎসাধীন শিশু মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ আশঙ্কার কথা জানান।
ডা. সামন্ত লাল বলেন, ‘অনেক কারণে মুক্তামনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছে বলে আমাদের ধারণা। তার কফসহ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন আসলে নিশ্চিতভাবে বলা যাবে সে নিউমোনিয়ায় আক্রান্ত কি না।’ মুক্তামনির অবস্থা ভালো ও খারাপ দুইটা মিলেই আছে বলে তিনি জানান।
ডা. সামন্ত লাল সেন জানান, গত বৃহস্পতিবার তার হাতে নতুন চামড়া লাগানোর পর প্রথম ড্রেসিং করা হয়। এরপর তাকে তার কেবিনে রাখা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে মুক্তামনির অস্ত্রোপচার করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। তার পা থেকে চামড়া নিয়ে হাতে প্রতিস্থাপন করা হয়। প্রথম ধাপে প্রায় ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপন করা হয়।
এর আগে গত ৮ অক্টোবর চতুর্থ দফার অস্ত্রোপচারে মুক্তামনির হাতটি নতুন চামড়া লাগানোর উপযোগী করা হয়।