পরীক্ষা নির্বিঘ্ন করতে সব দলের সাহায্য চাইলেন শিক্ষামন্ত্রী
২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এ কর্মসূচি (হরতাল-অবরোধ) প্রত্যাহার করতে আমি অনুরোধ করছি। এটা শুধু বিএনপির প্রতি নয়, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের প্রতি।’
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এ বছর ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এ বছর বিদেশে কেন্দ্র থাকবে আটটি।
শিক্ষামন্ত্রী জানান, ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ১০ মার্চ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ১৬ মার্চের মধ্যে।
সংবাদ সম্মেলন শেষে পরীক্ষা সময়মতো হওয়া নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁরা জিজ্ঞেস করেন, বর্তমান হরতাল-অবরোধের মতো কর্মসূচি চলতে থাকলে পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনো তিন দিন সময় আছে। আমরা আশা করছি, তিন দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর বোধোদয় হবে। পরবর্তী সিদ্ধান্ত পহেলা ফেব্রুয়ারি জানানো হবে।’
গত বছরও হরতাল-অবরোধের কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের সময়সূচি পরিবর্তন করা হয়। আর এতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এ বছরের ৬ জানুয়ারি থেকে বিএনপির ডাকা টানা অবরোধে এবারও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে গতকাল বুধবার সকালে পরীক্ষাসংক্রান্ত জাতীয় মনিটরিং কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কর্মসূচি প্রত্যাহারের বিকল্প কোনো পথ নেই। শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বিএনপি তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করবে বলেও আশা করেন তিনি।