পাটুরিয়ায় বৈরী আবহাওয়ায় রো রো ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় কোমেন উপকূল অতিক্রমের পর বৈরী আবহাওয়ায় প্রবল বাতাস ও পদ্মা নদীতে ঢেউয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ শুক্রবার বিকেল থেকে রো রো (বড়) ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
ফলে প্রবল বাতাস ও বৃষ্টিতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রীসহ পরিবহন শ্রমিক। এদিকে বৃষ্টি, দমকা বাতাস ও নদীতে ঢেউ থাকলেও সকাল সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া এবং যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে শুধু বড় লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হলেও ফেরি চলাচল ব্যাহত হয়নি। নির্বিঘ্নে ফেরিগুলোয় যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। কোমেন উপকূল অতিক্রমের পর আজ শুক্রবার সকাল থেকে ছোট-বড় সব ধরনের ফেরি স্বাভাবিকভাবে চলাচল করেছে। কিন্তু বিকেলের দিকে রো রো ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে গিয়ে প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে ঘাটে ভিড়তে পারছে না। এ কারণে রো রো ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে। ইউটিলিটি ও কে-টাইপ ফেরি চলাচল করছে। ফেরি পারের অপেক্ষায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে রো রো ফেরি আবার চালু করা হবে বলেও জানান জিল্লুর।
আরিচা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোর্শেদ খাইরুল্লাহ জানান, রো রো ফেরি চলাচল বন্ধ হওয়ায় পাটুরিয়া ঘাট থেকে আরসিএল মোড় পর্যন্ত (আধা কিলোমিটার) পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি হয়েছে।
এদিকে, বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৫টি লঞ্চ ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে শুধু ১০টি লঞ্চ চলাচল করে। ঘূর্ণিঝড় কোমেন অতিক্রম করার পরও বাতাস ও নদী দুটিতে বড় লঞ্চ চলাচল করছে। আবহাওয়ার আরো উন্নতি হলে ছোট লঞ্চগুলোও চলাচল করবে বলেও জানান সাজ্জাদ।