মুন্সীগঞ্জে বাল্কহেড ডুবি : উদ্ধারে নামতে পারেনি ডুবুরি দল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। এ ঘটনায় আজ রোববার সকাল পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন।
শিমুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস জানান, নিখোঁজ ব্যক্তিরা হলেন জাকির হোসেন, সোহেল মিয়া ও জাহাঙ্গীর হোসেন। এখন পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জমান বলেন, ‘উদ্ধার করা ব্যক্তিদের আজ বাসযোগে তাদের বাড়িতে পাঠিয়ে দেব। সকাল থেকে উদ্ধারকারী দল প্রস্তুত আছে। কিন্তু পদ্মা নদীতে প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে নামতে পারছে না।’
গতকাল শনিবার রাত থেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল ঘটনাস্থলে অবস্থান করছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সামসুল হুদা বলেন, ‘আমরা প্রস্তুত আছি, যেকোনো সময় নামব। পাঁচজনের ডুবুরি দল সঙ্গে রয়েছে। আপনারা হয়তো জানেন, কাল প্রচণ্ড ঢেউয়ের কারণে আমাদের উদ্ধার অভিযানে নিয়োজিত ট্রলার উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। এতে আমাদের অক্সিজেন সিলিন্ডারসহ মূল্যবান জিনিসপত্র নদীতে চলে যায়।’