উন্নত দেশগুলো জলবায়ু তহবিলে টাকা দিতে চায় না : বনমন্ত্রী
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শিল্পোন্নত দেশগুলোর পরিবেশদূষণের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের জীববৈচিত্র্য ও জলবায়ু মারাত্মকভাবে হুমকির মুখে।
মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। কারণ, উন্নত দেশগুলো জলবায়ু তহবিলে টাকা দিতে চায় না। পয়সাওয়ালার পয়সা দেয় না। সহানুভূতি দেখিয়েই সন্তুষ্ট করতে চায়।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন আনোয়ার হোসেন মঞ্জু।
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৩) ২০১৭ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জামার্নিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জলবায়ু সম্মেলনের বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘সম্মেলনে আমাদের যাওয়া না-যাওয়া একই কথা। এর আগে সম্মেলনগুলোতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রভাবশালী দেশগুলোর কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।’
প্যারিস চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিশ্বে এখন দানবের খেলা চলছে। তিনি (ট্রাম্প) নিজে যা খুশি, সেটিই করছেন।
বনমন্ত্রী আরো বলেন, একজন ক্যানসার রোগীকে যেমন পাঁচশ, হাজার টাকা দিলে রোগ সারে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশকেও এখন সেইভাবে অর্থ দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশিত সহায়তা না পেয়ে বসে রইনি। প্রধানমন্ত্রীর নির্দেশেনায় নিজস্ব অর্থায়নে আমরা জলবায়ু ট্রাস্ট করেছি। সেখান থেকে বাংলাদেশের জলবায়ু রক্ষায় প্রকল্প দিচ্ছি।’
বাংলাদেশের জলবায়ু তহবিলে অনিয়ম আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, টিআইবির অভিযোগ এখন দুর্বল হয়ে গেছে, আগের মতো সবল নেই।
সংবাদ সম্মেলনে উপমন্ত্রী আবদুল্লাহ জ্যাকবসহ সচিব ও বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।