কাকরাইলে জোড়া খুন : তিনজনের বিরুদ্ধে মামলা
রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা ও ছেলেকে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এতে খুন হওয়া ওই নারীর স্বামী ও তাঁর তৃতীয় স্ত্রীকে আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলার আসামিরা হলেন শামসুন্নাহারের স্বামী আবদুল করিম (৫৬), তাঁর তৃতীয় স্ত্রী চিত্রনায়িকা শারমিন আক্তার মুক্তা (২৫) ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি (৩৩)।
গত বুধবার কাকরাইলের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গলা কেটে হত্যা করা হয় শামসুন্নাহার ও তাঁর ছেলে শাওনকে। খবর পেয়ে ভিআইপি রোডের ৭৯/১ মায়াকানন নামের বাসাটিতে যায় পুলিশ। সেখান থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
চাঞ্চল্যকর ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আবদুল করিমের তৃতীয় স্ত্রী মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল।