সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই। আজ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মেজো ছেলে মাহমুদ হাসান বিশ্বাস জানিয়েছেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
১৯৯১ সালে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়।