প্রধান বিচারপতির পদত্যাগে শূন্যতা হয়নি : আইনমন্ত্রী
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করলেও কোনো শূন্যতা তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাই দায়িত্ব পালন করবেন।
আজই প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্র জমা দেন। আজ তা রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব।
প্রধান বিচারপতির বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
এক মাস ১০ দিন ছুটি কাটানোর পর ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সুরেন্দ্র কুমার পদত্যাগ করলেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে যান। ষোড়শ সংশোধনীর রায়ের পর থেকেই সরকারের সঙ্গে প্রধান বিচারপতির টানাপড়েন শুরু হয়। এরই একপর্যায়ে বিচারপতি সিনহা গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি। তবে যাওয়ার আগে এক খোলা চিঠিতে জানান, তিনি অসুস্থ নন ও ছুটি শেষে দেশে ফিরে আসবেন। প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ জানুয়ারি।